প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৫-(খুলনা বিভাগ)
১. Would you mind —the window ?
- to open
- to have opened
- opening
- to be opened
ব্যাখ্যা: কোনো sentence এ যদি would you mind,look forward to, with a view to, can not help থাকলে verb এর সাথে ing যুক্ত হয়। এজন্য সঠিক উত্তর হয়েছে opening.
২. ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে ?
- নবাব সিরাজউদ্দৌলা
- শায়েস্তা খান
- ঈশা খান
- সুবেদার ইসলাম
৩. বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত ?
- রাঙ্গামাটি
- গাজীপুর
- সিলেট
- নারায়ণগঞ্জ
৪. x² – 1 – y ( y + 2) এর উৎপাদক কত ?
- (x -y – 1)(x – y + 1)
- (x – y + 1) (x + y – 1)
- (x + y + 1)(x – y – 1)
- (x – y) (x + y + 1)
ব্যাখ্যা: x² – 1 – y(y – 2)
= x² – 1 – y² + 2y
= x² – (y2 – 2y + 1)
= x² – (y – 1)²
= (x – y + 1) (x + y – 1)
৫. কোন বাক্যটিতে অনুজ্ঞা আছে ?
- আবার তোরা মানুষ হ
- মানুষ মরণশীল
- সে বই পড়ে
- কুষ্টিয়া বড় শহর
৬. কোন গ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরী রচিত ?
- সাহিত্য চর্চা
- শ্বাশত বঙ্গ
- কালের যাত্রার ধ্বনি
- সংস্কৃতির কথা
৭. ‘দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- দ্বি + লোক
- দুঃ + লোক
- দিব্ + লোক
- দ্বিঃ + লোক
৮. সবুজ পত্র’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয় ?
- ১৯১৪
- ১৯১৮
- ১৯২০
- ১৯১৯
৯. ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি কোথায় ?
- ঘোড়াশাল
- আশুগঞ্জ
- চট্টগ্রাম
- কুষ্টিয়া
১০. সাতটি রঙের সমন্বয়ে সাদা রং হলে, কালো রং কিসে হয় ?
- লাল ও সবুজের সমন্বয়ে
- নীল ও লাল রঙের সমন্বয়ে
- বেগুনি ও নীল রঙের সমন্বয়ে
- সব রঙের অনুপস্থিতির জন্য
১১. বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তরের নাম কি ?
- ট্রপোস্ফিয়ার
- এক্সোস্ফিয়ার
- স্ট্র্যাটোস্ফিয়ার
- আয়নস্ফিয়ার
১২. কোনো সংখ্যার সঙ্গে ৭ যোগ করে, যোগফলকে ৫ দিয়ে গুণ করে, গুণফলকে ৯ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ৩ বিয়োগ করাতে বিয়োগফল ১২ হয়। সংখ্যাটি কত ?
- ২০
- ১৮
- ২২
- ২৫
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি ক
প্রশ্নমতে, {(ক + ৭)× ৫} ÷ ৯-৩ = ১২
বা, {৫ক + ৩৫} ÷ ৯ – ৩ = ১২
বা, = ১২+৩
বা, = ১৫
বা, ৫ক +৩৫ = ১৩৫
বা, ৫ক = ১৩৫-৩৫
বা, ৫ক = ১০০
সুতরাং ক = ২০
১৩. a = 3 হলে a³ = কত ?
- 3
- 6
- 9
- 27
ব্যাখ্যা: a³ = 3³ = 3 × 3 × 3 = 27
১৪. নাটক ও প্রহসনে পার্থক্য-
- ব্যঙ্গবিদ্রূপ
- উপাখ্যান
- সংলাপ
- কোনোটিই নয়
১৫. ‘অবজ্ঞাত’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ?
- অজ্ঞাত
- অবজ্ঞেও
- অজ্ঞান
- অবজ্ঞা
১৬. ১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা-
- র্যাডক্লিফ লাইন
- ম্যাকমোহন লাইন
- ডুরাল্ড লাইন
- ম্যানারহেইম লাইন
১৭. ‘Hideously’ means–
- quietly
- suddenly
- fragrantly
- horribly
ব্যাখ্যা: ‘Hideously’ means–জঘন্যভাবে
১৮. The man was relieved — his pain.
- at
- to
- for
- on
ব্যাখ্যা: “The man was relieved of his pain” – এই বাক্যটির বাংলা অর্থ হলো: লোকটি তার ব্যথা থেকে মুক্তি পেল অথবা লোকটি তার ব্যথামুক্ত হলো। এখানে “relieved of” একটি ইংরেজি phrase , যার অর্থ হলো কোনো কষ্টকর বা বোঝাস্বরূপ কিছু থেকে অব্যাহতি পাওয়া বা মুক্তি লাভ করা। যেহেতু লোকটি ব্যথায় ভুগছিল এবং পরবর্তীতে সেই ব্যথা আর নেই, তাই বলা হচ্ছে যে সে তার ব্যথা থেকে “relieved” হয়েছে, অর্থাৎ মুক্তি পেয়েছে।
১৯. ABCD সামন্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাড়ান হলো। ∠BAD = ১০০° হলে, ∠BCE = কত ?
- ৬০°
- ৮০°
- ৯০°
- ৫০°
ব্যাখ্যা: আমরা জানি, সামন্তরিকের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° । ABCD সামন্তরিকের ∠BAD = ১০০° হলে তার বিপরীত কোণ ∠BCD = ৮০° হবে । সে হিসেবে DC কে E পর্যন্ত বর্ধিত করলে উৎপন্ন কোণ ∠BCE = ৮০° হবে।
২০. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত ?
- ৪%
- ৫%
- ৬%
- ৯%
ব্যাখ্যা: এখানে, ক্রয়মূল্য = ৩৮০ + ২০ = ৪০০ টাকা
৪০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা
১ টাকায় ক্ষতি হয় টাকা
১০০ টাকায় ক্ষতি হয় = ৫ টাকা
২১. যা চিরস্থায়ী নয়–
- অস্থায়ী
- চিরন্তন
- ক্ষণস্থায়ী
- নশ্বর
২২. কাপড়ে কালি পড়লে দাগ সহজে উঠে–
- সঙ্গে সঙ্গে দুধ দিয়ে ভিজিয়ে পরে ধুলে
- সঙ্গে সঙ্গে সাবান দিয়ে কেচে ফেললে
- সঙ্গে সঙ্গে লেবুর রসে ভিজিয়ে দিলে
- সঙ্গে সঙ্গে সিরকা দিয়ে ভিজিয়ে ফেললে
২৩. পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়—
- চীনের প্রাচীরের কাছে
- দক্ষিণ আফ্রিকার ভিক্টোরিয়া প্রদেশে
- ব্যাবিলনের উত্তরে গাথুর শহরের ধ্বংসাবশেষে
- ইরানের সিরাজ শহরের ধ্বংসাবশেষে
২৪. মুহম্মদ বিন বখতিয়ার খলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন ?
- ত্রয়োদশ
- দশম
- একাদশ
- দ্বাদশ
২৫. The correct proverb is–
- Silence is capital
- Silence is value
- Silence is golden
- Silence is meritorious
ব্যাখ্যা: “Silence is golden” একটি জনপ্রিয় ইংরেজি প্রবাদ। এর বাংলা অর্থ হলো নীরবতা স্বর্ণের চেয়েও মূল্যবান অথবা চুপ থাকা সোনার মতো দামি।
২৬. The synonym of ‘antagonist’ is—
- Quarrelsome
- Opponent
- Hyperactive
- Belligeren
ব্যাখ্যা: The synonym of ‘antagonist’ is Opponent. ‘Antagonist’ শব্দের বাংলা অর্থ হলো প্রতিপক্ষ, বিরোধী, শত্রু, অথবা বিপক্ষ দলভুক্ত ব্যক্তি। Opponent (অপোনেন্ট) এর অর্থ হলো প্রতিদ্বন্দ্বী, বিরোধী, পক্ষ বিপক্ষ। এটি সরাসরি ‘antagonist’-এর একটি শক্তিশালী সমার্থক শব্দ।
২৭. কোনো সম্পত্তির অংশের মূল্য ১৬,০০০ টাকা হলে, ঐ সম্পত্তির অংশের মূল্যের ৪ গুণ কত ?
- ৪০০০
- ১৬০০০
- ৩২০০০
- ৬৪০০০
ব্যাখ্যা: অংশ সম্পত্তির মূল্য ১৬,০০০ টাকা
১ বা সম্পূর্ণ সম্পত্তির মূল্য = ১৬০০০ × ২ = ৩২০০০ টাকা
সুতরাং অংশ সম্পত্তির মূল্য = ৩২০০০ ÷ ৮ = ৪০০০ টাকা
এই মূল্যের চারগুণ = ৪০০০ × ৪ = ১৬০০০ টাকা
২৮. % এর সমান ভগ্নাংশ কত হবে ?
ব্যাখ্যা: %
=
=
২৯. কাগজের প্রধান রাসায়নিক উপাদান-
- লিগনিন
- সেলুলোজ
- রেজিন
- হেমি সেলুলোজ
৩০. দুটি প্রজাতির সম্মিলনে সৃষ্ট জীবের জাত-
- দোঁয়াশ
- মিশ্র
- সংকর
- কোনোটিই নয়
৩১. ভিটামিন ‘সি’-এর অপর নাম—
- অ্যাসকরবিক এসিড
- সাইট্রিক এসিড
- ফলিক এসিড
- রিবোফ্লোবিন
৩২. I have lost the watch, it will——-be found. Fill in the blank.
- ever
- never
- any day
- always
ব্যাখ্যা: I have lost the watch, it will never be found.
৩৩. The adjective of ‘hardness’ is—
- Hardly
- Harder
- Hardy
- Hard
ব্যাখ্যা: The adjective of ‘hardness’ is hard.
৩৪. Which of the following words can be both masculine and feminine ?
- Gander
- Spinster
- Spouse
- Actor
ব্যাখ্যা: এই চারটি বিকল্পের মধ্যে Spouse শব্দটিই একমাত্র যা সহজাতভাবে লিঙ্গ নিরপেক্ষ এবং নারী-পুরুষ উভয়ের জন্যই ব্যবহার করা যেতে পারে। Spouse (স্পাউস) এর বাংলা অর্থ হলো স্বামী বা স্ত্রী।
৩৫. হার্বাটের ডেমনস্ট্রেশন স্কুল কি জন্য স্থাপিত হয় ?
- দার্শনিকদের অধ্যাপনার জন্য
- ন্যায়শাস্ত্রের গবেষণার জন্য
- সাহিত্য অধ্যয়নের জন্য
- শিক্ষকদের প্রশিক্ষণের জন্য